(((Don't miss it!!!)))
Track:
Ghum vule jao [Theme song of Khulna Royal Bengals]
Singer:
Habib Wahid & Ferdous Wahid
Composer: Habib Wahid
Lyric Here:
ঘুম ভুলে যাও,
দেখো রুপসার বুক থেকে আসছে নতুন এক ঢেউ,
এবার জমবে খেলা
শিকারের নেশা,
রুখতে পারবেন কেউ।
হুংকার গর্জনে সবটুকু অর্জন
কেড়ে নেব ব্যাট আর বলে.....
বনের গহীন থেকে উঠে আসা
আছি মোরা নির্ভীক তরুনের দলে,
হুংকার গর্জনে সবটুকু অর্জন
কেড়ে নেব ব্যাট আর বলে.....
অবাক হবার পালা তোমাদের এবার,
আমরা জানিনা কাউকে দিতে কোন ছার,
রক্তে জয়ের দাগ
লাভ নেই কোন কৌশলে।
হুংকার গর্জনে সবটুকু অর্জন
কেড়ে নেব ব্যাট আর বলে.....
হুংকার গর্জনে সবটুকু অর্জন
কেড়ে নেব ব্যাট আর বলে.....
No comments:
Post a Comment